রবিবার, ৮ এপ্রিল, ২০১২

দুরত্ব

দুরত্ব 

আকাশকে দেখে ভাবি
সত্তি বুঝি কাছে আছে আমার !
জডিয়ে ধরবো কি তাকে
দুহাতে পাঁজকোলা কোরে ?
কিন্তু দু হাত বাডিয়ে দেখি
কোলে করা ত দূরে থাক ,
হাত বাডিয়ে ছোঁআও অবাস্তব !!
জানালা দিয়ে দেখি চাঁদ
তাকেওকি ধরা যায় ?
অহেতুক চেষ্টা! চাঁদ কি ধরাযায়?
পৃথিবীতে আছে এমন অনেক কিছু
যা শুধু অনুভব করাযায়
কিন্তু তা নাগালের বাইরে
ধরাত দুরের কথা
হাত বাডিয়ে ছোঁআও অবাস্তব !!

ত্রিভুবনজিৎ মুখারজ্জী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন