শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২


আজব দেশের আজব রাজা
আজব দেশের আজব কান্ড .. আজব তাদের চাল
আম গাছেতে জাম ফলেছে ..জাম গাছেতে তাল
আজব দেশের আজব রাজা .
কথায় কথায় দেন যে সাজা
রাজার রাতে ঘুম হয়না
রাজ্য জুড়ে বাজে বাজনা
রাতের ব্যালায় কাজ করো
দিনের ব্যালায় ঘুমিয়ে মর
গানের তালে মাথা নড়ে
সুরের লয়ে কান যে নড়ে
রানীর ভাগ্যে রাজা আছে
গোম্ফ দুটো যা আস্ত আছে
রানী গেলেন বাপের বডি
রাজার মাথায় পড়লো বাডি
পাত্র মন্ত্রী কেউ আসেনা
বডি হোল গোসল খানা
রাতে সবাই ঘুমিয়ে বাঁচলো
দিনের বেলায় কাজ করলো
আজব দেশে ফুটল হাঁসি
তাই দেখে আমি মুচকি হাঁসি
/ত্রিভুবনজিৎ মুখার্জি/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন