প্রিয়া
স্বপ্নের আকাশে তুমি যে মোর প্রিয়া
দেখি তাই তোমারে দু চোখ ভরিয়া
মনের পিপাসা ভুলাই তারে চেয়ে
তুমি যে আমার অতি আপনার প্রিয়ে
দু হাত তুলিয়া চাহি আকাশ পানে
আছ তুমি যদিও আমারি প্রাণে
দু চোখ ভরিয়া দেখি তোমার’ ই ছবি
হৃদয়ে মোর আছে যে তোমার ই ছবি
নির্জন নিশীথের তুমি যে তারা
নিস্পাপ হৃদয়ের তুমি সুক্তারা ।
:// ত্রিভুবনজিৎ মুখার্জী//
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন