রবিবার, ৮ এপ্রিল, ২০১২

গুন গুন করে ....চট পট ছডা


গুন গুন করে গান গাই তবু পাই না কোথাউ কাহারে

সন সন করে হাওয়া বয় তবু পাই না আহার; আহারে !

ফুস ফুস করে কথা বলে সব কেউ যেন আছে বাইরে

ঘস ঘস করে ঘোষে মেজে দেয় চক চক করে আহারে !!

টুক টুক করে কাটে যে ইঁদুর চট পট ছোটে দেখরে

খস খস করে লেখে যে ছেলেটা মুখ টিপে মা’ হাঁসেরে !!!

ঠক ঠক করে কাঁপে যে জরে অসুধ ত কাজ দেয় নারে

সোঁ সোঁ করে ট্রেন টা ছুটেছে ওই দেখ দূর পারে রে !

ঝপ ঝপ করে বৃষটি নামলো দুম দাম পডে তালরে

খোঁজ খোঁজ কোথা গেল যে মিলি এই বৃষটি তে বাইরে !!

পোঁ পোঁ করে ছুটছে ছেলেরা বল হাতে করে মাঠেরে

ধপ ধপ করে বুকটা কাঁপে যে মিলি এল কিনা দেখরে !!!

টুক টুক করে মিলি এল চলে মুখে তার হাঁসি দেখরে

টক টক করে কথা যে বলে চন মন করে মন হায়রে

হুস হুস করে হুলকে তাডায়, রান্নাঘরে কে ?দেখরে

হাম হাম করে, মাছ ভাত খায় ডর ভয় তার নেইরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন