শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২


কাটি পতঙ্গ  
          
ঝর্না চ্যাটাজী

নীল রঙের ঘুড়িটা টপ করে এসে পড়ল
পায়ের কাছে
নীলের ওপর গোলাপী দাগ কাটা
লযাজের কাছে মাছের পাখনা

ছোটবেলার বানধবী সরস্তিয়া হেসে ব্ললে
“কাটি পতঙ, দেখ লো, মেরি তরহা “

সরস্তিয়ার বর তিন বছর হল চলে গেছে
ভোর রাতে ওকে একা ফেলে দিয়ে
বাডীতে কেঊ ছিল না তখন
কোথাও কোন মেলা ছিল, বেচা-কেনা করতে
বাডীসুদধ হাজির সেখানে
বর ও ফেলে দিয়ে চলে যায়, কে জানে কোন্খানে !

বাবুজীর মুখ লাল, মাইজীর ও আঁখমে পানি
একটা ছোট বোন ছিল,
সেও বলে নানা কথা, নানা কহানী

সরস্তিয়াকে দেখলে পাড়ার লোকে করে ফিস ফিস
স্রস্তিয়া হঁআটলে পাড়ার ছেলেরা করে হিস হিস
ধরতে যায় সবাই
খেলার মাঠে কাটা ঘুড়ির মতন।

গোলাপী দাগ কাটা নীল ঘুড়িটা হাতে নিয়ে সরস্তিয়া হেসে ব্লে
“দেখ লো, ্যায়সে মেরা বদন ‘
চেয়ে দেখি,
স্রস্তিয়ার শযামলা গায়ে
লাল লাল আঁচড়ের দাগ,
আবিকল কাটি পতঙ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন