রবিবার, ২২ এপ্রিল, ২০১২

প্রতিচ্ছবি



প্রতিচ্ছবি

সবুজ বনের পাখি আর নীল রাজ্যের পরী
থাকত তারা দুজন মিলে,মিলও ছিল ভারি
কথায় কথায় পাখি আসে
নীল রাজ্যের আশে পাশে
কখনও বা পরীর মেলা বসে সবুজ বনে
নীলের ব্যথা কোনখানে পাখি-ই শুধু জানে
থাকবে তারা দুজন মিলে করবেনা কেউ আড়ি
এই ছবিটা প্রতিচ্ছবি তাদের দুজনেরই।

ঝর্না চ্যাটার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন