সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

আমাকেও দিও কিছু


আমাকেও দিও কিছু 

সব কিছু দিয়ে যাব শেষে
যত রঙ , ভালবাসা জমেছিল বুকে
সুগন্ধী মশলার মত জমা ছিল ,
রাখা ছিল মুখচাপা দিয়্‌
নিয়ে যেও একে একে

এখনো মুখঢাকা পড়ে আছি
খাটের ওপর
চৈত্রের পাতারা উড়ে উড়ে আসে
মেঘ জমে ধূসর আকাশে
এখনো নরম চোখ,
দু-হাতের ভিতর ধরে আছি আমার সন্তান...

এখনো শুয়ে আছি
বারান্দার কোণে
বরফের মাঝে চাপা দেওয়া
শীতল দেহ
কুচি কুচি সাদা ফুল
গোলাপও আছে
মুড়ে দেওয়া শবের ওপর

তোমাদের টুকরো ভালবাসা,
ঊষ্ণ আলিঙ্গন
কতোদিন, ক- তো- দি- ন চেয়েছিল
তোমাদের কাছে
লাল লাল কৃষ্ণচূড়া- রক্তিম হৃদয়

দিয়ে যাব দু-হাত উপুড় করে
আমার যা আছে
একবার দিও শুধু নারীর সম্মান
একবার ভেবে দেখো,
আমারো কি আছে !!

ঝর্ণা চ্যাটাজ্জী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন