শনিবার, ২১ এপ্রিল, ২০১২

প্রেম


 প্রেম
আমার পায়ের তলার মাটি থাক বা না থাক
আমার মাথার ওপরে আকাশ থাক বা না থাক
আমার হৃদয়ে, তোমার জন্য প্রেম আছে এবং থাকবে
যাকনা এ দুনিয়াটা বদলে যাক
তবুও আমার মনের জানলাতে উঁকি মারবে
কেবলি তুমি তুমি আর তুমি !!!!

ত্রিভুবনজিৎ মুখারজী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন