কবিতাগুচ্ছ - বাংলা
কবিতার ই-পত্রিকা
কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
দরজা দিয়ে উঁকি মারি মা আসছে নাকি
আবার যদি খেতে বলে করবো কান্না কাটি
বিয়ের কনে সেজে আমি বসে আছি দেখ
বর আসবে BMW চড়ে তাক্ লাগবে দেখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন