মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

একটি রাত - স্টেশনে /অঞ্জলি পুত্র অরুণ/ ১৪.০৫.২০১৪



একটি রাত - স্টেশনে


ছুটে যাচ্ছে স্টেশন
প্রতীক্ষা ঠায় বসে ঘড়ির কাঁটা ছুঁয়ে থাকে
রাত্রির কথা সারিসারি শুয়ে বসে
অনন্তকাল তারা জেগে থাকে
তার উঠোনে নেই কোনো জ্যোৎস্নার খেলা --
আসলে একটি রাত
জেগে থাকে কবিতা হব বলে
তার খোঁজ সকালে শিউলি ফুলের গন্ধ নিয়ে
ঝরে পড়ে থাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন