ভ্রু @ এজহারুল এইচ শেখ
গিলাটিনের গন্ধে রাত যখন
শেষ হয়েছে,গাছের পাতা হয়ে যায় পাখি,
অনির্বাচিন কত শত গান গায়
শেষ হয়েছে,গাছের পাতা হয়ে যায় পাখি,
অনির্বাচিন কত শত গান গায়
একটার পর একটা স্টেশন হারায়
দেওয়াল ঘড়ি ,আকাশে সাঁতার কাঁটার পর, কালাহারির বালুরাশি দিক পাল্টায়
দেওয়াল ঘড়ি ,আকাশে সাঁতার কাঁটার পর, কালাহারির বালুরাশি দিক পাল্টায়
সেই তপ্ত আগুন নিভু নিভু।একটু ছায়ার দরকার,
কেউ দেবে?
কেউ দেবে?
গাছও যে পর্নমোচী
সেটা কখনও বাড়ির ছাদের টবে বসিয়ে
দেখিনি, পিপাসায় জল খুঁজে দেখি
পথের দু ধারে
জলের ট্যাঙ্ক উপরে ক্যাকটাসের জন্ম!
সেটা কখনও বাড়ির ছাদের টবে বসিয়ে
দেখিনি, পিপাসায় জল খুঁজে দেখি
পথের দু ধারে
জলের ট্যাঙ্ক উপরে ক্যাকটাসের জন্ম!
@ বাড়ি,
তারিখ-১৩/০৫/১৪
সময়-১১ঃ৪৪ সকাল
তারিখ-১৩/০৫/১৪
সময়-১১ঃ৪৪ সকাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন