সে : সারাদিন ধরে চলবে খেলা
আমরা মাখব দুজনের শৈশব,
তোকে ভেজাব মেঘের পাতায়
তুই জানবি স্নান কাকে বলে!
প্রহর কাটবে পলকহীন,
নিরণিমেশ চেয়ে থাকা
তোর চোখে প্রশ্ন হঠাৎ
'কি এত দেখিস আমায়!'
আমি বলব, কই কিছু না তো!
আমরা মাখব দুজনের শৈশব,
তোকে ভেজাব মেঘের পাতায়
তুই জানবি স্নান কাকে বলে!
প্রহর কাটবে পলকহীন,
নিরণিমেশ চেয়ে থাকা
তোর চোখে প্রশ্ন হঠাৎ
'কি এত দেখিস আমায়!'
আমি বলব, কই কিছু না তো!
আমি: তখন বেলা বাড়বে
আমি হাটব পাথরকুচি রঙা শাড়ি পরে
তুই শোনাবি হাজার বছরের প্রেমের কবিতা
আমি হঠাৎ যুবতী চঁাদ হয়ে যাব
তোর জ্যোৎস্নায়।।
আমি হাটব পাথরকুচি রঙা শাড়ি পরে
তুই শোনাবি হাজার বছরের প্রেমের কবিতা
আমি হঠাৎ যুবতী চঁাদ হয়ে যাব
তোর জ্যোৎস্নায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন