দোলনচাঁপা ধর এর কবিতাঃ-
শহরের পথে হেঁটে যাই,অসহ্য গুমোট
হয়ত তুইও কোথাও এমনই চলেছিস
কিছুই মেলে না আর জীবন তোর আমার
হেঁটে যাই শুধু জীবনের সীমাহীন পথ।
এখনো সন্ধ্যা নামে ঘন হয়ে
এখনো মুগ্ধ করে ঘরে ফেরা পাখিদের গান
আকাশ কালো হয়ে আসে তেমনই
স্মৃতি জমে আছে পাহাড় প্রমান।
এখনো আকাশ লাল কৃষ্ণচূড়ায়
বকুল গন্ধ ভেজা কাঁচা পথ ধরে
কাঁচা দুটি মন আজো হেঁটে যায়
নিরন্তর ক্লেদ জমে মনের গভীরে।
এমন আসে যদি কোনও এক দিন
শেষ হবে বাঁধা পথে চলা
দেখা হবে জীবনের কোনও এক বাঁকে
তোর আমার,হতে পারে আবার কথা বলা।
শহরের পথে হেঁটে যাই,অসহ্য গুমোট
হয়ত তুইও কোথাও এমনই চলেছিস
কিছুই মেলে না আর জীবন তোর আমার
হেঁটে যাই শুধু জীবনের সীমাহীন পথ।
এখনো সন্ধ্যা নামে ঘন হয়ে
এখনো মুগ্ধ করে ঘরে ফেরা পাখিদের গান
আকাশ কালো হয়ে আসে তেমনই
স্মৃতি জমে আছে পাহাড় প্রমান।
এখনো আকাশ লাল কৃষ্ণচূড়ায়
বকুল গন্ধ ভেজা কাঁচা পথ ধরে
কাঁচা দুটি মন আজো হেঁটে যায়
নিরন্তর ক্লেদ জমে মনের গভীরে।
এমন আসে যদি কোনও এক দিন
শেষ হবে বাঁধা পথে চলা
দেখা হবে জীবনের কোনও এক বাঁকে
তোর আমার,হতে পারে আবার কথা বলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন