সাপ্তাহিক 'অন্যনিষাদ' ৩য় বর্ষ ২৭তম সংখ্যা, ২৬এপ্রিল ২০১৪ ওয়েব পত্রিকায় প্রকাশিত ।
মনের ভেতর / অরুণ সেনগুপ্ত
............
............
আমার মনের ভেতর কি যে আছে
টের পেলে নিজেও একবার দেখে নিতাম ।
যে আমার কখনো ক্ষতি করেনি
তাকে দেখলেই গা পিত্তি জ্বলে ওঠে
অথচ তার হাসিমুখ নিষ্পাপ শিশুটির মতন ।
নোংরা বাচ্চাগুলো আমাকে দেখলেই বিরক্ত করে
গা ঘেঁসে দাঁড়ায় যেন কত আপনার জন
যত বিরক্ত হই ততই হাত গায়ে দেয় ।
বাউলের গান শুনে শুনে হেজে পচে গেছে
তবু দুটো গান শোনাবেই পয়সা দিই বা না দিই ।
কানের কাছে কবিতার বকবক
আর ভাল্লাগে না বলে যতই বলি
যুক্তাক্ষর অন্তপ্রাস নিয়ে ব্যকারন খুলে বসে ।
অফিসের বস ধমক লাগায়
কাজের গতি মতিচ্ছন্ন দেখে
আড়ালে এসে আচ্ছা গালমন্দ করে ঝাল মেটাই
ব্যাটা বাঙালি হেটার ।
টের পেলে নিজেও একবার দেখে নিতাম ।
যে আমার কখনো ক্ষতি করেনি
তাকে দেখলেই গা পিত্তি জ্বলে ওঠে
অথচ তার হাসিমুখ নিষ্পাপ শিশুটির মতন ।
নোংরা বাচ্চাগুলো আমাকে দেখলেই বিরক্ত করে
গা ঘেঁসে দাঁড়ায় যেন কত আপনার জন
যত বিরক্ত হই ততই হাত গায়ে দেয় ।
বাউলের গান শুনে শুনে হেজে পচে গেছে
তবু দুটো গান শোনাবেই পয়সা দিই বা না দিই ।
কানের কাছে কবিতার বকবক
আর ভাল্লাগে না বলে যতই বলি
যুক্তাক্ষর অন্তপ্রাস নিয়ে ব্যকারন খুলে বসে ।
অফিসের বস ধমক লাগায়
কাজের গতি মতিচ্ছন্ন দেখে
আড়ালে এসে আচ্ছা গালমন্দ করে ঝাল মেটাই
ব্যাটা বাঙালি হেটার ।
আসলে আমার মনের মধ্যে কি যে আছে
ক্রমাগত আমাকে গিলে গিলে খায়
ধরতেই পারি না ;
আঙুল দেখায় ।
ক্রমাগত আমাকে গিলে গিলে খায়
ধরতেই পারি না ;
আঙুল দেখায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন