বুধবার, ১৯ মার্চ, ২০১৪

কবিগুর র লেখা








স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা ;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ ।
এমন সময় হঠাৎ দেখি ,
দিক্‌সীমানায় গেছে ঠেকি
একটুখানি ভেসে-ওঠা
ত্রয়োদশীর চাঁদা ।
‘ নৌকোতে তোর পার করে দে '
এই ব ' লে তার কাঁদা ।
আমি বলি , ‘ ভাবনা কী তায় ,
আকাশপারে নেব মিতায় —
কিন্তু আমি ঘুমিয়ে আছি
এই যে বিষম বাধা ,
দেখছ আমার চতুর্দিকটা
স্বপ্নজালে ফাঁদা । 
.,..,.....কবিগুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন