#দুষ্ট_খুকির_শখ
===========
দুষ্ট খুকির শখ চেপেছে
ঠোঁট করেছে লাল
পানের পরে পান সাজিয়ে
চুন মেখে এক হাল ।
জর্দা মাখা ফুল সুপুরি
গন্ধ ভুরি ভুরি
আনমনে সে চিবুচ্ছে আর
বাজছে হাতের চুঁড়ি ।
টুকটুকে লাল জিভ রসে তার
ভাসছে দুটো ঠোঁট
এই না দেখে লাগলো বুঝি
ফাগুন বুঁকে চোট্ ।
খুকির মতোন ঠোঁটখানি তার
হয় না কেন লাল
কৃষ্ণচূড়ায় রং মেখে তাই
লাল করেছে ডাল ।
===========
দুষ্ট খুকির শখ চেপেছে
ঠোঁট করেছে লাল
পানের পরে পান সাজিয়ে
চুন মেখে এক হাল ।
জর্দা মাখা ফুল সুপুরি
গন্ধ ভুরি ভুরি
আনমনে সে চিবুচ্ছে আর
বাজছে হাতের চুঁড়ি ।
টুকটুকে লাল জিভ রসে তার
ভাসছে দুটো ঠোঁট
এই না দেখে লাগলো বুঝি
ফাগুন বুঁকে চোট্ ।
খুকির মতোন ঠোঁটখানি তার
হয় না কেন লাল
কৃষ্ণচূড়ায় রং মেখে তাই
লাল করেছে ডাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন