ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা
অলভ্য ঘোষ
(যাদব পুরের ছাত্রদের উদ্দেশ্যে )
জুজু পুলিস দেখাব কিন্তু ! ঠেঙ্গাবো ।
খিমচিয়ে দেবো স্তনের অপর ।
কি বলছ অতিত থেকে শিক্ষা নিতে ।
নকশালদের কি দশা হয়েছিল ?
কি বলছো নন্দী-গ্রাম ? তোমার নাম
আমার নাম সারদায় বদনাম ?
ধুরছাই এসব থেকে দৃষ্টি ফেরাও
সামনে কর্পোরেশন ; বিজেপি হাওয়া
এবিপি আনন্দে বসে ভাবছে সবুরে ফলবে মেওয়া ।
বামেরা ঢুবেছে এআবার কোন উটকো আপোদ
বাংলায় উড়ে এসে জুড়ে বসেছে ।
ক্লাব গুলো কে টাকা দিলাম ফিসটি করার জন্য ;
মিঠুন দিলাম ,দেব দিলাম, ব্রান্ড অ্যম্বাসেটার শারুখ খান ;
আর কি চাও । ও বাবা সংস্কৃতিবান ?
কবি গুরু লহ প্রণাম । শুভাদার দাঁড়ি ধরে
রবীন্দ্রনাথের পাশে আমি ।
বাস্টপের ছাউনিতে তোমার অপেক্ষায় । উুহুহু
ধর্মতলার মোরে কোন অধর্ম করোনা যেন ।
মোরে মোরে গান শোনাব সংস্কৃতির গান ।
তোমরা কি বলতো !
সামনে পূজ ফিল্ম ফেস্টিভ্যাল চলো নাচি ; নাচতে নাচতেই তো
আমরা বেঁচে আছি । প্রেম ট্রেম করো ! ভিক্টোরিয়া ,লেক ,মোহরকুজ্ঞ, নিক-পার্ক ,
বাবু-ঘাট ঢেলে সাজাচ্ছি । ভুলে থাক ভুলে থাক
ফুচকা আর চুর মুর ভাজাতে । কলকাতা লন্ডন নাইবা হোক
আমস্টারডাম তো হচ্ছে । যতদিন বাঁচ ভেন্টিলেসনে বেঁচে-থাক ।
বেশি বাড়া বাড়ি করোনা । আরিফুল আর তাপস
পাল দের লেলিয়ে দেব ।
ভাল চাওতো ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা ।
অলভ্য ঘোষ
(যাদব পুরের ছাত্রদের উদ্দেশ্যে )
জুজু পুলিস দেখাব কিন্তু ! ঠেঙ্গাবো ।
খিমচিয়ে দেবো স্তনের অপর ।
কি বলছ অতিত থেকে শিক্ষা নিতে ।
নকশালদের কি দশা হয়েছিল ?
কি বলছো নন্দী-গ্রাম ? তোমার নাম
আমার নাম সারদায় বদনাম ?
ধুরছাই এসব থেকে দৃষ্টি ফেরাও
সামনে কর্পোরেশন ; বিজেপি হাওয়া
এবিপি আনন্দে বসে ভাবছে সবুরে ফলবে মেওয়া ।
বামেরা ঢুবেছে এআবার কোন উটকো আপোদ
বাংলায় উড়ে এসে জুড়ে বসেছে ।
ক্লাব গুলো কে টাকা দিলাম ফিসটি করার জন্য ;
মিঠুন দিলাম ,দেব দিলাম, ব্রান্ড অ্যম্বাসেটার শারুখ খান ;
আর কি চাও । ও বাবা সংস্কৃতিবান ?
কবি গুরু লহ প্রণাম । শুভাদার দাঁড়ি ধরে
রবীন্দ্রনাথের পাশে আমি ।
বাস্টপের ছাউনিতে তোমার অপেক্ষায় । উুহুহু
ধর্মতলার মোরে কোন অধর্ম করোনা যেন ।
মোরে মোরে গান শোনাব সংস্কৃতির গান ।
তোমরা কি বলতো !
সামনে পূজ ফিল্ম ফেস্টিভ্যাল চলো নাচি ; নাচতে নাচতেই তো
আমরা বেঁচে আছি । প্রেম ট্রেম করো ! ভিক্টোরিয়া ,লেক ,মোহরকুজ্ঞ, নিক-পার্ক ,
বাবু-ঘাট ঢেলে সাজাচ্ছি । ভুলে থাক ভুলে থাক
ফুচকা আর চুর মুর ভাজাতে । কলকাতা লন্ডন নাইবা হোক
আমস্টারডাম তো হচ্ছে । যতদিন বাঁচ ভেন্টিলেসনে বেঁচে-থাক ।
বেশি বাড়া বাড়ি করোনা । আরিফুল আর তাপস
পাল দের লেলিয়ে দেব ।
ভাল চাওতো ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন