শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

যাদবপুর দিচ্ছে ডাক ___________________ অলভ্য ঘোষ




যাদবপুর দিচ্ছে ডাক
___________________
অলভ্য ঘোষ
যাদবপুর দিচ্ছে ডাক 
প্রতিবাদ ভাষা পাক ।
তোমার সুর আমার সুর ।
জেগে ওঠা যাদবপুর ।
যাদবপুর দিচ্ছে ডাক
হামলা করবি করতে থাক ।
ছাত্র রক্ত ঝরে ঝরুক;
আন্দোলন আজ আগে বাড়ুক ।
যাদবপুর দিচ্ছে ডাক
স্কুল কলেজ আজ স্থগিত থাক ।
বাংলা মায়ের দামাল ছেলে
আয়রে আয় ক্যারিয়ার ফেলে ।
যাদবপুর দিচ্ছে ডাক
নংরা রাজনীতি নিপাত যাক ।
মহা-মিছিলে পা মেলাও
ভ্রষ্টাচারীর জবাব চাও !
যাদবপুর দিচ্ছে ডাক
ছাত্র সমাজ দিশা-পাক ।
মা যে তোদের বন্ধ্যা নয় ;
ইতিহাসের এরা প্রমাণ লুকায় ।
যাদবপুর দিচ্ছে ডাক
বাজুক আন্দোলনের জয় ঢাক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন