চুমুর গান
অলভ্য ঘোষ
যদি চুমাচুমিতেই মানব শৃঙ্খল গড়ে গড়ুক ।
দিক হারা যুবা প্রতিবাদে আজ প্রেমিকার বুকে মরুক ।
গণতন্ত্রের ষড়যন্ত্রে বাড়ছে হামলা তন্ত্র ।
যন্ত্রর মন্ত্রর বলে মানব হয়েছে যন্ত্র ।
প্রকাশ্যে যে দেশে খাওয়া চলে ঘুস ।
চুমু খেলে জাত যায়-নাকি; ধুস !
যদি চুমা চুমোতেই তারণ্য জাগে জেগে বিদ্রোহ প্রতিরোধ ।
শালীনতা খুচবে যেজোন অতীব অবোধ ।
প্রতি জন্মোই নগ্ন পোশাকে ফ্রয়েডিয় সৌন্দর্য !
নাকসিটকিয়ে রোখা যায়নাকো যৌবন বীরবীর্য ।
কামসূত্রের ভারতবর্ষে আন্দোলনেও কামের কামর ।
ফ্রেঞ্চ কিস্ খেয়ে যাদবপুর আজ খাজুরাহের হোকনা দোসর ।
ছিঁড়ুক যত ওষ্ঠ যুগল বৈষম্যের উওর মেঙ্গে ।
তোমার প্রতিবাদ ও বন্ধু হয়ে চলুক তোমার ঢংয়ে!
তবু ভুলে যেয়না যত্র তত্র বিভ্রান্তিরও ছড়াছড়ি ।
জ্বলে ওঠা আঁচ নিভতে যেন হয়না প্রেমের বাড়াবাড়ি ।
চুমা চুমা দে হিন্দি ছবি স্থূল কছু চেয়না ।
মনে রেখ ভায়া শুধু চুমু খেয়ে মানবের পেট ভরে না ।
বার্ন দ্য ব্রা , কিমেন অথবা ফ্রি দ্য নিপন হোক ভাল ।
সিপাহী তেলেঙ্গানার মশালো তোমার এ পথ করুক আলো ।
ভুলে যেয়োনা চোখরাঙ্গানী বঞ্চিত দেশ বঞ্চিত শতকোটি ।
চুম্বনে তুমি ভরো না অধর ছুঁয়ে দাও দেখি অধরার গতি ।