শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

আজকের স্বাধীনতা ত্রিভুবন জিৎ মুখার্জী / ১৫.১০.২০১৫



আজকের স্বাধীনতা 
ত্রিভুবন জিৎ মুখার্জী / ১৫.১০.২০১৫
স্বাধীনতা ! সে এক দুঃস্বপ্ন এখন 
লুটেপুটে খাও ভাই পেয়েছ যখন । 
দেশের চিন্তা ‘ভেড়ারা’ করে , 
লোকের উপকার ‘গাধারা’ করে ।
মগজে বুদ্ধি আছে ? তুলে নাও টাকা ।
সততা দেখিওনা... লোকে বলবে বোকা ।
এটাই আজ মানব ধর্ম ,
মানুষ তারে কয় যে করে এই কর্ম ।
অরাজকতা
দেশে যদি অরাজকতা শীর্ষে পৌঁছয়
অরণ্যে রোদন ছাড়া নেই কোন উপায় ।
ত্রিভুবন জিৎ মুখার্জী / ১৫.১০.২০১৫




ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৩.১০.২০১৫
মানুষ হয়ে যে , পশুর আচরণ করে 
পশুও তাকে দেখে কৃপা যে করে । 
অমানুষ পৃথিবীতে হয়েছে অশেষ 
মানুষ তবুও কিছু আছে হয়নি শেষ । 
মানবিও গুন সব হয়েছে লুপ্ত
পথে ঘাটে ছবি দেখে হয় সব ক্ষুব্ধ ।
তবুও মানুষ বেঁচে আছে থাকবে
পঙ্গু হয়ে বেঁচে থাকার স্বাদ টুকু থাকবে ।