ও প্রেয়সী বর্ষা আমার,
পত্রে ফুলের সুভাস নিও,
নিও ভালোবাসা
কদমফুলের গুচ্ছে বাঁধা
মনটি নিও খাসা
যুগল পায়ে আলতা নিও
রংধনু লাল থেকে
বুক ভরা নীল কষ্ট থেকে
টিপ নিও সই এঁকে
অঙ্গে নিও আলোর চাদর
জোনাকজ্বলা রাতের
দিন সারারাত সুর যেন হয়
কাঁকন তোমার হাতের
রিম ঝিমঝিম বৃষ্টিরা হোক
তোমার পায়ে নুপুর
সুরে সুরে বাজতে থাকুক
সন্ধ্যে সকাল দুপুর
সুরের ছোয়ায় বনের ময়ুর
নাচুক পেখম খুলে
পানকৌড়ি ডুবসাতারে
দিক পাড়ি দেশ ভুলে
খোপায় নিও জুঁই চামেলী
হলুদগাঁদার সাজে
মাঝদিঘীতে শাপলা যেন
মুখটি লুকায় লাজে
আসবে প্রিয়ে ঘোমটা মেঘের
মুখের উপর দিয়ে
কালান্তরের ধরবো পাড়ি
কেবল তোমায় নিয়ে ।
নিও ভালোবাসা
কদমফুলের গুচ্ছে বাঁধা
মনটি নিও খাসা
যুগল পায়ে আলতা নিও
রংধনু লাল থেকে
বুক ভরা নীল কষ্ট থেকে
টিপ নিও সই এঁকে
অঙ্গে নিও আলোর চাদর
জোনাকজ্বলা রাতের
দিন সারারাত সুর যেন হয়
কাঁকন তোমার হাতের
রিম ঝিমঝিম বৃষ্টিরা হোক
তোমার পায়ে নুপুর
সুরে সুরে বাজতে থাকুক
সন্ধ্যে সকাল দুপুর
সুরের ছোয়ায় বনের ময়ুর
নাচুক পেখম খুলে
পানকৌড়ি ডুবসাতারে
দিক পাড়ি দেশ ভুলে
খোপায় নিও জুঁই চামেলী
হলুদগাঁদার সাজে
মাঝদিঘীতে শাপলা যেন
মুখটি লুকায় লাজে
আসবে প্রিয়ে ঘোমটা মেঘের
মুখের উপর দিয়ে
কালান্তরের ধরবো পাড়ি
কেবল তোমায় নিয়ে ।