রবিবার, ১০ মে, ২০১৫


  পলাশ

ত্রিভুবন জিৎ মুখার্জী / ১১.০৫.২০১৫ / বেলা ১০.২৮

শূন্য শাখায় পলাশ ফুটেছে

স্বপ্নের মত ডালে
,
গন্ধ বিহীন রূপ লাবণ্যে

সরমেতে ফোটে ডালে ।

বন্য তবুও সুন্দর সে

অনাদরে ঝরে পডে
,
অগম্য বনানী সরু বাঁকা পথে

পথিকের চোখে পডে ।

জানেনা কার অভিশাপে সে

ধরায়ে লুটিয়া পডে ,

বিরহ বৈশাখের উত্তপ্ত যৌবনে

অবহেলায় ঝরিয়া পডে

কেউ তারে দেয়না স্নেহের পরশ

কেউ রাখেনা ফুলদানিতে ,

বুনো ফুলের শোভা আছে শুধু

গন্ধ নাইত তাতে ।

তাইত অভিমানে পলাশ

গাইছে তার ই গাথা
 ,
মনে রেখ এই শ্যামল বনানীতে

আমি আছি তুলে মাথা ।


***/ত্রিভুবন জিৎ মুখার্জী/***

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন