রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

সুস্মিতা বসু সিং দ্বারা সম্পাদিত "এবং একুশ" বাংলা কবিতার পত্রিকায় ০১ ডিসেম্বর ২০১৬ তে আমার লেখা কবিতা "তুমি অনন্যা" প্রকাশিত হয়েছে। http://ebongekush.blogspot.in



 সুস্মিতা বসু সিং দ্বারা সম্পাদিত "এবং একুশ" বাংলা কবিতার পত্রিকায় ০১ ডিসেম্বর ২০১৬ তে আমার লেখা কবিতা "তুমি অনন্যা" প্রকাশিত হয়েছে। http://ebongekush.blogspot.in 
Thursday, 1 December 2016
তুমি অনন্যা
ত্রিভুবন জিৎ মুখার্জী
চাঁদ তোমায় দেখে মুখ লুকোয় মেঘের আড়ালে
বাতাস তোমার সুবাসে মাতোয়ারা
ফুল তোমার আগমনী বার্তা আনে
আকাশ থেকে পুষ্প বৃষ্টি ঝরে
নদী গায় তোমার রূপের গান
তুমি অনন্যা তুমি মন কর মাতোয়ারা।
আমি আকাশ থেকে চেয়েছি তোমায় মেঘের আড়াল থেকে
বৃষ্টি মধুর রাতে দেখি তোমায় আপন মনে
চাঁদের পানে চেয়ে দেখি তুচ্ছ সে তোমার কাছে
তাই ত আমি তোমায় দেখি দু চোখ ভরে ।

সুস্মিতা বসু সিং দ্বারা সম্পাদিত "এবং একুশ বাংলা কবিতার পত্রিকা" তে আমার লেখা কবিতা "মা" প্রকাশিত হয়েছে ০১.নভেম্বর ২০১৫ রবিবার । http://ebongekush.blogspot.in


  সুস্মিতা বসু সিং দ্বারা সম্পাদিত "এবং একুশ বাংলা কবিতার পত্রিকা" তে আমার লেখা কবিতা "মা" প্রকাশিত হয়েছে ০১.নভেম্বর ২০১৫ রবিবার । http://ebongekush.blogspot.in
Sunday, 1 November 2015
ত্রিভুবনজিৎ মুখার্জী
মা
ত্রিভুবনজিৎ মুখার্জী
এক বৃষ্টি ভেজা সকালে
ইন্দ্রধনুকে চেয়েছিলাম কত
রং বেরং জীবনকে
রঙিন করার জন্যে
ফাগুনের সন্ধ্যাতে
ফুলকে অনুরোধ করলাম
আকাশে বাতাসে
সুগন্ধ ছড়ানর জন্যে।
নিরস জীবনকে
হাঁসি ঠাট্টা মিষ্টি ভরা মুখে
জীবন কে উপভোগ করার জন্যে।
হাত পেতে চেয়েছিলাম 'চাঁদ' কে
জ্যোৎস্না থেকে অঞ্জলি ভরে
আমার মায়ের স্নেহের পরশে
অকুণ্ঠ ভালবাসার জন্যে।
সাগর তীরে অন্যমনস্ক
ভাবে ছুটে ছিলাম
ঢেউকে ছোঁয়ার
মিথ্যা অভিলাষের জন্যে।
সমুদ্রের গুরু গম্ভীর সঙ্গীতের
তালে মূর্ছিত হলাম
কিছুক্ষণের জন্যে।
বিভোর হয়ে শুনছিলাম
ঢেউগুলো মাথা ঠুকে
আর্তনাদ করছিল
কিছু বলার জন্যে।
জানিনা কখন যে
হারিয়ে ছিলাম দিগ্বলয়ের
প্রান্তে নির্বাক হয়ে
বোধ হয় কারুর জন্যে।
হঠাৎ চমকে উঠি
কে? বলে কপালে হাত দিয়ে
এইতো আমি আছি
তোদেরই কাছে
আমি তোদেরই ‘মা’
বেঁচে আছি তোদেরই জন্যে।
এবং একুশ
আ মরি বাংলা কাব্যসুধা

"বৃষ্টি ভেজা সকালটাকে" ত্রিভুবনজিৎ মুখার্জী /১৪.৫.২০১৬ আমার লেখা এক্বিটা ছোট্ট কবিতা


   অন্যনিষাদ 
১০৯তম সংখ্যা ১২ই ডিসেম্বর ২০১২ এ প্রকাশিত কবিতা ১০৯তম সংখ্যা ১২ই ডিসেম্বর ২০১২
১৭টি কবিতা , লিখেছেন সৌরেন চট্টোপাধ্যায়, বিপ্লব গঙ্গোপাধ্যায়, মেঘ অদিতি,শ্রী শুভ্র, আলি রেজা, অয়ন দাশগুপ্ত, রেজা রহমান ,অমিতাভ দাশ,সতীনাথ মাইতি, অঙ্কন নন্দী,সূর্যস্নাত বসু, আশীষ সরকার, শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী, ঝর্ণা চট্টোপাধ্যায়, সমীর ভট্টাচার্য,ইন্দ্রাণী সরকার, ও ত্রিভুবন জিৎ মুখার্জী 
"বৃষ্টি ভেজা সকালটাকে" ত্রিভুবনজিৎ মুখার্জী /১৪.৫.২০১৬
বৃষ্টি ভেজা সকালটাকে দেখতে লাগে ভাল
মেঘের ভেতর সূর্য্য যে ওই দিচ্ছে কত আলো
থমকে দাঁড়াই দৃশ্য পটে সেই দৃশ্য দেখে
রোদের কোলে ঘুমিয়ে পড়ি মহানিদ্রার ডাকে
বিদ্যুতের ওই ঝলকানিতে বুকটা কেন কাঁপে
আসছে যে ওই বৃষ্টি আবার শীতল হাওয়া সোঁপে
ঝর ঝরিয়ে বৃষ্টি নামে আবার মেঘলা রাতে
সন্ সনিয়ে বইছে হাওয়া এই মাধবি রাতে
শীতল পরশ লাগে প্রাণে আবেগ আসে মনে
বুঝিয়ে দিল বৃষ্টি টা যে আসেনি অকারণে ।।