রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

"বৃষ্টি ভেজা সকালটাকে" ত্রিভুবনজিৎ মুখার্জী /১৪.৫.২০১৬ আমার লেখা এক্বিটা ছোট্ট কবিতা


   অন্যনিষাদ 
১০৯তম সংখ্যা ১২ই ডিসেম্বর ২০১২ এ প্রকাশিত কবিতা ১০৯তম সংখ্যা ১২ই ডিসেম্বর ২০১২
১৭টি কবিতা , লিখেছেন সৌরেন চট্টোপাধ্যায়, বিপ্লব গঙ্গোপাধ্যায়, মেঘ অদিতি,শ্রী শুভ্র, আলি রেজা, অয়ন দাশগুপ্ত, রেজা রহমান ,অমিতাভ দাশ,সতীনাথ মাইতি, অঙ্কন নন্দী,সূর্যস্নাত বসু, আশীষ সরকার, শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী, ঝর্ণা চট্টোপাধ্যায়, সমীর ভট্টাচার্য,ইন্দ্রাণী সরকার, ও ত্রিভুবন জিৎ মুখার্জী 
"বৃষ্টি ভেজা সকালটাকে" ত্রিভুবনজিৎ মুখার্জী /১৪.৫.২০১৬
বৃষ্টি ভেজা সকালটাকে দেখতে লাগে ভাল
মেঘের ভেতর সূর্য্য যে ওই দিচ্ছে কত আলো
থমকে দাঁড়াই দৃশ্য পটে সেই দৃশ্য দেখে
রোদের কোলে ঘুমিয়ে পড়ি মহানিদ্রার ডাকে
বিদ্যুতের ওই ঝলকানিতে বুকটা কেন কাঁপে
আসছে যে ওই বৃষ্টি আবার শীতল হাওয়া সোঁপে
ঝর ঝরিয়ে বৃষ্টি নামে আবার মেঘলা রাতে
সন্ সনিয়ে বইছে হাওয়া এই মাধবি রাতে
শীতল পরশ লাগে প্রাণে আবেগ আসে মনে
বুঝিয়ে দিল বৃষ্টি টা যে আসেনি অকারণে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন