বুধবার, ১৯ মার্চ, ২০১৪

কবিগুর র লেখা








স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা ;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ ।
এমন সময় হঠাৎ দেখি ,
দিক্‌সীমানায় গেছে ঠেকি
একটুখানি ভেসে-ওঠা
ত্রয়োদশীর চাঁদা ।
‘ নৌকোতে তোর পার করে দে '
এই ব ' লে তার কাঁদা ।
আমি বলি , ‘ ভাবনা কী তায় ,
আকাশপারে নেব মিতায় —
কিন্তু আমি ঘুমিয়ে আছি
এই যে বিষম বাধা ,
দেখছ আমার চতুর্দিকটা
স্বপ্নজালে ফাঁদা । 
.,..,.....কবিগুর

শ্মশানেও শান্তি নেই / ব্রতী মুখোপাধ্যায় । ১৮.৩.২০১৪ /

ব্রতী মুখোপাধ্যায় । ১৮.৩.২০১৪ 

[ আজ সকালেই লেখা হয়ে গেল নিচের লেখাটি। যদি কেউ উপযোগী বিবেচনা করেন, বাধিত হব। ]

শ্মশানেও শান্তি নেই
============
[ মাঝরাতের শ্মশান। বহ্নিমান চিতা। কুশীলব দুজন। পারস্পরিক সম্পর্ক আড়াআড়ির। ]

সত্যি
এখানেও ছাড়বি না ?

মিথ্যে
না। মতলব কি তোর ?

সত্যি
সুইসাইড করব। আমার আর বেঁচে থাকার মানে হয় না।

মিথ্যে
সুইসাইড ? বললেই হল ? করতে দেব না। অন্য কিছু যা প্রাণে চায় কর।

সত্যি
অন্য আর কি করব ?

মিথ্যে
‘কি করব’ মানে ? আমাকে ফলো কর।

সত্য
তোর নাগাল পাওয়া যাবে না।

মিথ্যে
হ্যাঁ। ঠিক। সে কিন্তু আর দু মাস। আমার কিছুই করার নেই। সবগুলো পারটিই ডাকছে। বিশাল বিশাল মঞ্চ। লাখ লাখ মানুষ। তো ভুরি ভুরি মিথ্যে এখন দরকার।

সত্য
মানছি তোর কথা। কিন্তু আমার প্রাণ যে ওষ্ঠাগত। না, না, আমার সুইসাইড করাই রাইট ডিসিশন। ওই চিতাটি দাউদাউ করে জ্বলছে। ওটাতেই ঢুক পড়ি।

মিথ্যে
আবদার! ওইটাতে ঢুকে পড়লেই হল! আমি এলাও করছি না।

সত্যি
পথ ছাড়! প্লিস!

মিথ্যে
ধুর! তা কি করে সম্ভব ? তুই না বাঁচলে আমাকে কেউ পাত্তা দেবে নাকি ? তুই কিছুতেই সুইসাইড করতে পারিস না।

সত্যি
প্লিস!

মিথ্যে
একটা ব্যাপার বোঝার চেষ্টা কর। আমার রমরমা ওই ইলেকশন অব্দি। তারপর তো তোর ব্যাটিং স্টার্ট হবে।

সত্যি
ছাই হবে।

মিথ্যে
কেন ?

সত্যি
সত্যি কথা বলবে কে ? ভয় নেই ? বললেই হল ? মিডনাইটে পুলিশ আসবে। ইউনিফর্ম পড়ে আসতেই পারে। সিভিল ড্রেসেও আসতে পারে যেমন পলিটিকাল পার্টির ইমারজেনসি ক্যাডাররা আসে, এসে দরজার বাইরে দাঁড়িয়ে প্রথমে বলে, ‘থানা থেকে আসছি’। একাউন্টস সেখানেই ক্লোজড হল তো হল, নাহলে থানার গারদ, জেলখানা। এ ছাড়া দেখ, ইনকাম ট্যাক্স ডিপারটমেনট তো ইনএকটিভ থাকতে পারে না। তা বাদে, সিবিআই কি বসে বসে ঘাস খাবে ? নড়ে চড়ে বসবে না ? লোকে এখন সত্যি বলতে ভয় পায়।

মিথ্যে
থাম, থাম। অনেক বকওয়াস হয়েছে। ঘাবড়াচ্ছিস কেন ? আমিও জানি, আর তুইও জানিস, লাখ লাখ মিথ্যের চেয়ে এক আধখানা নিরেট সত্যির ওজন অনেক বেশি।

সত্যি
তা বটে। তা বটে।

মিথ্যে
তবে ?

সত্যি
তাহলে বলছিস সুইসাইড না করাই বেটার ?

মিথ্যে
তোর জন্যেও, আমার জন্যেও।

সত্যি
মরতে কার প্রাণ চায় বল ?

মিথ্যে
তাহলে ? এখন কোথায় আর যাবি ? ওই দেখ মঞ্চ। লেনথ আর ব্রেডথ দেখেছিস ? এ পাড়া থেকে সে পাড়া।

সত্যি
এতো টাকা কোথা থেকে আসে ?

মিথ্যে
আবার ? এখুনি ?

[ দুজনে হাত ধরাধরি করে মঞ্চের দিকে এগিয়ে যায়। ]

১৮ মার্চ ২০১৪
===

মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪

মখছুছ চৌধুরী ‪#‎দুষ্ট_খুকির_শখ‬#


‪#‎দুষ্ট_খুকির_শখ‬
===========

দুষ্ট খুকির শখ চেপেছে
ঠোঁট করেছে লাল
পানের পরে পান সাজিয়ে
চুন মেখে এক হাল ।

জর্দা মাখা ফুল সুপুরি
গন্ধ ভুরি ভুরি
আনমনে সে চিবুচ্ছে আর
বাজছে হাতের চুঁড়ি ।

টুকটুকে লাল জিভ রসে তার
ভাসছে দুটো ঠোঁট
এই না দেখে লাগলো বুঝি
ফাগুন বুঁকে চোট্‌ ।

খুকির মতোন ঠোঁটখানি তার
হয় না কেন লাল
কৃষ্ণচূড়ায় রং মেখে তাই
লাল করেছে ডাল ।