মৌ দাশগুপ্তা
মনের চাইতে বড় কোনো আকাশ নেই,ভাবনার চাইতে কালো কোনো মেঘ নেই,অবাধ্য মনকে শান্ত করতেই আজ দুহাতে আর্দ্রতা কুড়চ্ছি,যাতে রাত ভর থেমে থেমে বৃষ্টি হয়ে মনখারাপের মেঘটা উড়ে যায়।
আসলে, জীবনের সাথে রতিসুখের ক্লান্তিতে বিধ্বস্ত মন ঢাকা পড়েছে বাস্তব নাম্নী মেঘবতীর অবিন্যস্ত কৃষ্ণকালো কেশে,সে কৃষ্ণ-কেশ আবরণ ছুঁড়ে আবার সে মনপবন হয়ে বয়েছে এদিক ওদিক,দিশাহীন।
কখনও দেখছি মনের ঝোড়ো বাতাস দিক পাল্টে বয়ে গিয়েছে হৃদয়ের সড়কপথে,হিলহিলে সাপের মতো শরীর বাঁকিয়ে ; তারপর বদলেছে খোলস, টুকরো অংশ ঝুলে আছে সংশয়ের ঊর্ননাভ জালে।
বাকিটা এলোমেলো ঝড় হয়ে পথেই হারিয়েছে ঠিকানা,আর, রুদ্ধ আবেগে নিরুদ্দেশ বাতাসের ঘূর্ণিতে লণ্ডভণ্ড করে দিয়েছে ,দিনরাত ছায়ার মত লেপটে থাকা নিরাকার অশরীরী মানুষ হয়ে
কেড়ে নিয়েছে সর্বস্ব! জীবনের শান্তি,হৃদয়ের সুখ,প্রাণের আরাম।
ঝড় থামতেই আমি পথ থেকে কুড়িয়ে নিয়েছি টুকরো সুখ ,মুঠোয় ভরেছি লুটানো খুশীর চকচকে নুড়ি পাথর,আঁচল ভরে জড়ো করেছি ডানাভাঙা স্বপ্ন,দোমড়ানো কল্পনার অবশেষ,অনিচ্ছাকৃত প্রাপ্তির সুখ,গদ্যময় অবহেলা,অসমাপ্ত ভালোবাসার রূপকথা। স্মৃতিরূপী বিবর্ণ সময়ের আঠা দিয়ে কুড়ানো সম্পদের বানিয়েছি সাদাকালো কোলাজ, কান্নাহাসির জলছবি, খালি মন আমার দেখবে বলে ,আশার প্রদীপ জ্বেলে চোখের আলোয়,চিনে ফেলেছি কাব্যবিহীন এই জীবন, প্রচলিত কাব্যের নিয়ম ভেঙ্গে শব্দের ডালপালা দিয়ে সাজিয়েছি নার্সিসাসের মত আত্মপ্রেমের পদাবলী! তবু জখম মনে আত্মতৃপ্তিতে অকারণেই ছন্দ পতন ঘটে!মনের ভিতরে না পাওয়া অতৃপ্তির দংশন ছড়ায় ভালোবাসার নীল বিষ ।
মনের চাইতে বড় কোনো আকাশ নেই,ভাবনার চাইতে কালো কোনো মেঘ নেই,অবাধ্য মনকে শান্ত করতেই আজ দুহাতে আর্দ্রতা কুড়চ্ছি,যাতে রাত ভর থেমে থেমে বৃষ্টি হয়ে মনখারাপের মেঘটা উড়ে যায়।
আসলে, জীবনের সাথে রতিসুখের ক্লান্তিতে বিধ্বস্ত মন ঢাকা পড়েছে বাস্তব নাম্নী মেঘবতীর অবিন্যস্ত কৃষ্ণকালো কেশে,সে কৃষ্ণ-কেশ আবরণ ছুঁড়ে আবার সে মনপবন হয়ে বয়েছে এদিক ওদিক,দিশাহীন।
কখনও দেখছি মনের ঝোড়ো বাতাস দিক পাল্টে বয়ে গিয়েছে হৃদয়ের সড়কপথে,হিলহিলে সাপের মতো শরীর বাঁকিয়ে ; তারপর বদলেছে খোলস, টুকরো অংশ ঝুলে আছে সংশয়ের ঊর্ননাভ জালে।
বাকিটা এলোমেলো ঝড় হয়ে পথেই হারিয়েছে ঠিকানা,আর, রুদ্ধ আবেগে নিরুদ্দেশ বাতাসের ঘূর্ণিতে লণ্ডভণ্ড করে দিয়েছে ,দিনরাত ছায়ার মত লেপটে থাকা নিরাকার অশরীরী মানুষ হয়ে
কেড়ে নিয়েছে সর্বস্ব! জীবনের শান্তি,হৃদয়ের সুখ,প্রাণের আরাম।
ঝড় থামতেই আমি পথ থেকে কুড়িয়ে নিয়েছি টুকরো সুখ ,মুঠোয় ভরেছি লুটানো খুশীর চকচকে নুড়ি পাথর,আঁচল ভরে জড়ো করেছি ডানাভাঙা স্বপ্ন,দোমড়ানো কল্পনার অবশেষ,অনিচ্ছাকৃত প্রাপ্তির সুখ,গদ্যময় অবহেলা,অসমাপ্ত ভালোবাসার রূপকথা। স্মৃতিরূপী বিবর্ণ সময়ের আঠা দিয়ে কুড়ানো সম্পদের বানিয়েছি সাদাকালো কোলাজ, কান্নাহাসির জলছবি, খালি মন আমার দেখবে বলে ,আশার প্রদীপ জ্বেলে চোখের আলোয়,চিনে ফেলেছি কাব্যবিহীন এই জীবন, প্রচলিত কাব্যের নিয়ম ভেঙ্গে শব্দের ডালপালা দিয়ে সাজিয়েছি নার্সিসাসের মত আত্মপ্রেমের পদাবলী! তবু জখম মনে আত্মতৃপ্তিতে অকারণেই ছন্দ পতন ঘটে!মনের ভিতরে না পাওয়া অতৃপ্তির দংশন ছড়ায় ভালোবাসার নীল বিষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন