মনের ব্যাথা  মনেই থাক নাইবা খুলে বললে   
বুকের ব্যথা বুকেই থাক নাইবা আমায় দেখালে
ফুলের মালা গলায় থাক নাইবা ছিঁডে ফেললে .
হাঁসির খনি মুখেই থাক নাইবা তারে দেখালে
বুকের ব্যথা বুকেই থাক নাইবা আমায় দেখালে
ফুলের মালা গলায় থাক নাইবা ছিঁডে ফেললে .
হাঁসির খনি মুখেই থাক নাইবা তারে দেখালে
গায়ের রং ময়লা হোগ  নাইবা তারে ঢেকে রাখলে 
বয়েস বাড়লো বেডেই জাগ নাই বা কেউ জানলো .
বয়েস বাড়লো বেডেই জাগ নাই বা কেউ জানলো .
ফুলের রেনু ফুলেই থাক নাই বা তারে ছঁডলে .
মায়ের কোলে শিশু থাক নাই বা কেডে নিলে
দুনিয়াটা যেমন আছে তেমন থাক নাই বা তারে বদলালে
বদলানোর নাম ভন্ডামি নাই বা তারে দেখালে
মায়ের কোলে শিশু থাক নাই বা কেডে নিলে
দুনিয়াটা যেমন আছে তেমন থাক নাই বা তারে বদলালে
বদলানোর নাম ভন্ডামি নাই বা তারে দেখালে
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন