বুধবার, ৭ নভেম্বর, ২০১২

কবি 'আলি প্রান' এর প্রানবন্ত লেখা কবিতা

যুবতী চাঁদের উদাম জ্যোৎস্না
স্নাত রাতের স্বর্ণাভ প্রকৃতি
জলজজ্যোৎস্নায় বহমান
তোমার তারকা খচিত
মুখ

কোহিনূরের মায়াজ্যোতির
আবেগী আবেশে নির্বাক
হৃদয় প্রাণাতীত প্রণয়ের
প্রলয়পাত্রে, তুলে দেয় সবটুকু
সুখ.





কবি আলি প্রান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন