কাল তুমি আলেয়া আজ ডাক বারে বারে
কার ছোঁয়া লাগে মনে মন চায় বারে বারে
দেখিনি তো তারে ধরে রেখেছি তার স্মৃতি
বুঝিনি সে চলে যাবে রেখে গেছে স্মৃতি
চাঁদের কোলে যে ওই তারা ঝিকি মিকি
সেই তো আমার মনে দেয় আজ উঁকি
ফুলের গন্ধে মন মাতোওালা আজ
তবু তারে খুঁজি আমি নেই মনে লাজ
বিরহের দিন গুলি দেয় মনে ব্যাথা
তুমি কি বুঝবে মোর বেদনার কথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন