ভালোবাসায় সিক্ত ঘাস
ফুল পরম মমতায় লুকায়
প্রেমাদ্র কুয়াশায়
কিশোরী লাউডগার
উত্তাল তরঙ্গে প্রজাপতির
সার্ফিং
বাতাবী লেবু-বনের মাতাল
ঘ্রাণ পাখি-পাখায় সুদূরে
মনে পড়ে
আদ্রঘাসে, হেমন্তের প্রেমিক বাতাস
উত্তাল তরঙ্গে প্রজাপতির
সার্ফিং
বাতাবী লেবু-বনের মাতাল
ঘ্রাণ পাখি-পাখায় সুদূরে
মনে পড়ে
আদ্রঘাসে, হেমন্তের প্রেমিক বাতাস
কবি আলি প্রান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন