কবিতাগুচ্ছ - বাংলা কবিতার ই-পত্রিকা কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ? /ত্রিভুবনজিৎ
নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ?
আগে তো দেখিনি তোমারে, নিশিথে যে এলে !
উদাস নয়েনে দেখি তোমারি পানে
সত্যি কি তুমি এলে , কেউ যদি জানে !
অবাক হয়েছি শুধু মুখে নেই ভাষা
বিস্ময়ে চাই তোমারে চোখ দুটো খাসা
হেরিলে মন আমার এ নিশুতি রাতে
অপোলোক নয়নে দেখি, চাই যে তোমাকে পেতে।
একি স্বপ্ন না বাস্তব চাইনা জানতে
তবুও চাই জেন আমি তোমাকে পেতে
ত্রিভুবনজিৎ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন