সোমবার, ১২ নভেম্বর, ২০১২

নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ? tribhubanjit 23.22PM 12.11.2012


নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ?
আগে তো দেখিনি তোমারে, নিশিথে যে এলে !
উদাস নয়েনে দেখি তোমারি পানে
সত্যি কি তুমি এলে , কেউ যদি জানে !
অবাক হয়েছি শুধু মুখে নেই ভাষা
বিস্ময়ে চাই তোমারে চোখ দুটো খাসা
হেরিলে মন আমার এ নিশুতি রাতে
অপোলোক নয়নে দেখি, চাই যে তোমাকে পেতে।
একি স্বপ্ন না বাস্তব চাইনা জানতে
তবুও চাই জেন আমি তোমাকে পেতে।
Nijum nishuti rate ke tumi ele?
age to dekhini tomare,nisithe je ele!
Udash noyone dekhi tomari pane
sotty ki tumi ele keu jodi jane!
abak hoyechi sudhu mukhe nei bhasha
bismoye chai tomare chokh duto khasha
Herile mon amar ei nishuti rate
Apolok noyone dekhi ,chai je tomake pete.
Eki swopno na bastob chaina jante
Tobuo chai jeno ami tomake pete

tribhubanjit 23.22PM 12.11.2012

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন