রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

ওগো কাজল নয়না কেন কর ছলনা/


ওগো কাজল নয়না কেন কর ছলনা
কাছে এস কেন কর খালি ছলনা
তোমা বিনা এ জীবন হয় জাতনা
প্রেমের আকাসে তুমি চোলে চলনা
দুচোখ তুলে চাই তোমারি পানে
শিহরিয়া যায় প্রান তোমারি টানে
আকাশ বাতাসে শুধু তোমারি কথা
মনে প্রানে ভাবি শুধু তোমারি কথা

 ওগো কাজল নয়না কেন কর ছলনা
 কাছে এস কেন কর খালি ছলনা 
 প্রেমের আকাসে তুমি চোলে চলনা
 নিশুতি আঁধার রাতের তুমি সেই ললনা
হেরিয়া আমার প্রেম তুমি,  কভু ভুলনা
মোদের নীডে যে আছে প্রেমের গাথা
মনে প্রানে ভাবি শুধু তোমারি কথা
শিহরিয়া যায় প্রান তোমারি টানে
আকাশ বাতাসে শুধু তোমারি কথা

ত্রিভুবনজিৎ মুখার্জী। ১৮.১১.২০১২ বেলা ১২.৩৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন