মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২

দেরাজ /ঝর্ণা চট্টোপাধ্যায়

দেরাজ
ঝর্ণা চট্টোপাধ্যায়

বুকের ভিতরে একটা দেরাজ আছে
সব ভালবাসা রেখেছি সেখানে

শৈশবের ভালবাসা, পুতুলখেলা য ত
কৈশোরের ভালবাসা,
রঙ্গিন সূতোর মত
সব আছে সারি সারি
দেরাজের ঘরে...

বিশেষ যতনে আছে প্রেমিকের প্রেম
যারা দিয়েছিল সুঘ্রাণ, সুসময়ে
অন্তরের টানে,
কেউ বা ছিঁড়েছিল দু-একটি কলি
লেগেছিল প্রাণে
ফিরে আসেনি কেউ আর, আসে না জানি...

শুধু চেয়ে থাকতে থাকতে
শুধু নিজেকে পোড়াতে পোড়াতে
হঠাৎ হাওয়ার টানে

খ্যাপা বাউল এসেছিল দুরন্ত আবেগে
ঝড় তুলে, এলোমেলো হাওয়ায় ভাসিয়ে
নিজেই ঢুকে গেছে বুকের গহ্বরে
শুধু তাকে রেখেছি গোপনে

গোপন একটা দেরাজ আছে
বাউলের ভালবাসা শুধু রেখেছি সেখানে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন