একটি ছোট শব্দ....................
ছোট্ট সে এক শব্দ, জাদু জানে
বাঁশির সুরটি বাজায় অন্যমনে
প্রাণের থেকে প্রাণে ।
...
একটি শব্দ, সঞ্জিবনী সুধা,
ফুটিয়ে তোলে শুকনো ডালে
রক্ত গোলাপ,ঘুচিয়ে সকল বাধা ।
একটি ছোট শব্দ ,ব্যাকুল করে,
সুধার ধারায় শূণ্য কুম্ভ ভরে,
মরূপ্রান্তরে শ্যামলিম সুধা ঝরে ।
ছোট্ট শব্দ, ব্যাপ্তি যে তার অসীম,
বিনা মেঘেই বৃষ্টি নামায় রিমঝিম
তার ছোঁয়াতেই হৃদয় আকাশ নিঃসীম ।।
একটি ছোট শব্দ....................
ছোট্ট সে এক শব্দ, জাদু জানে
বাঁশির সুরটি বাজায় অন্যমনে
প্রাণের থেকে প্রাণে ।
...
একটি শব্দ, সঞ্জিবনী সুধা,
ফুটিয়ে তোলে শুকনো ডালে
রক্ত গোলাপ,ঘুচিয়ে সকল বাধা ।
একটি ছোট শব্দ ,ব্যাকুল করে,
সুধার ধারায় শূণ্য কুম্ভ ভরে,
মরূপ্রান্তরে শ্যামলিম সুধা ঝরে ।
ছোট্ট শব্দ, ব্যাপ্তি যে তার অসীম,
বিনা মেঘেই বৃষ্টি নামায় রিমঝিম
তার ছোঁয়াতেই হৃদয় আকাশ নিঃসীম ।।
ছোট্ট সে এক শব্দ, জাদু জানে
বাঁশির সুরটি বাজায় অন্যমনে
প্রাণের থেকে প্রাণে ।
...
একটি শব্দ, সঞ্জিবনী সুধা,
ফুটিয়ে তোলে শুকনো ডালে
রক্ত গোলাপ,ঘুচিয়ে সকল বাধা ।
একটি ছোট শব্দ ,ব্যাকুল করে,
সুধার ধারায় শূণ্য কুম্ভ ভরে,
মরূপ্রান্তরে শ্যামলিম সুধা ঝরে ।
ছোট্ট শব্দ, ব্যাপ্তি যে তার অসীম,
বিনা মেঘেই বৃষ্টি নামায় রিমঝিম
তার ছোঁয়াতেই হৃদয় আকাশ নিঃসীম ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন