*****এলোমেলো*****
-----------------------------
মেঘ যদি না ভাসে গো আর,
নীলাভ আকাশ জুড়ে ।
দীপ্তিটা ঐ আলোকধারার,
বুঝবো কেমন করে ?
দিন শেষে নীল গগন আবার,
না হয় আধার কালো ।
কাটলে নিশি প্রত্যূষে আর,
টের কি পাবো আলো ?
তপ্ত রবির দাহন শেষে,
শীতল বারির ধারা,
না ঝরে তো বুঝবো কিসে,
তাপ কি শৈত্য কারা ?
মিলন শেষে না পায় যদি,
সব হারানোর ব্যাথা ।
বুঝবো কি হায় নিরবদি,
প্রেম বিরহ কি তা ?
দুঃখের পরে সূখটা তেমন,
পরম্পরায় আসে ।
মেঘ কেটে ঐ চাঁদটা যেমন,
রাতের বুকে হাসে ।
*****এলোমেলো*****
-----------------------------
মেঘ যদি না ভাসে গো আর,
নীলাভ আকাশ জুড়ে ।
দীপ্তিটা ঐ আলোকধারার,
বুঝবো কেমন করে ?
দিন শেষে নীল গগন আবার,
না হয় আধার কালো ।
কাটলে নিশি প্রত্যূষে আর,
টের কি পাবো আলো ?
তপ্ত রবির দাহন শেষে,
শীতল বারির ধারা,
না ঝরে তো বুঝবো কিসে,
তাপ কি শৈত্য কারা ?
মিলন শেষে না পায় যদি,
সব হারানোর ব্যাথা ।
বুঝবো কি হায় নিরবদি,
প্রেম বিরহ কি তা ?
দুঃখের পরে সূখটা তেমন,
পরম্পরায় আসে ।
মেঘ কেটে ঐ চাঁদটা যেমন,
রাতের বুকে হাসে ।
-----------------------------
মেঘ যদি না ভাসে গো আর,
নীলাভ আকাশ জুড়ে ।
দীপ্তিটা ঐ আলোকধারার,
বুঝবো কেমন করে ?
দিন শেষে নীল গগন আবার,
না হয় আধার কালো ।
কাটলে নিশি প্রত্যূষে আর,
টের কি পাবো আলো ?
তপ্ত রবির দাহন শেষে,
শীতল বারির ধারা,
না ঝরে তো বুঝবো কিসে,
তাপ কি শৈত্য কারা ?
মিলন শেষে না পায় যদি,
সব হারানোর ব্যাথা ।
বুঝবো কি হায় নিরবদি,
প্রেম বিরহ কি তা ?
দুঃখের পরে সূখটা তেমন,
পরম্পরায় আসে ।
মেঘ কেটে ঐ চাঁদটা যেমন,
রাতের বুকে হাসে ।
অপূর্ব ।
উত্তরমুছুন