শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

মান্না দে – পথ চলা

মান্না দে  – পথ চলা

পিতৃদত্ত নাম - প্রবোধ চন্দ্র দে

জন্ম  ১লা মে ১৯২০ কলকাতায়

১৯৩৭  মঞ্চে প্রথম সঙ্গীত পরিবেশন। স্কটিশ চার্চ কলেজে
           বার্ষিক সাংস্কৃতিক প্রতি যোগিতায় । আধুনিক গান ছাড়া সব বিভাগে
           প্রথ স্থান দখল । হাতে কলমে সঙ্গীত চর্চা শুরু কাকা কৃষ্ণ চন্দ্র দের কাছে ।

১৯৩৯ ওস্তাদ দবীর খাএর কাছে সঙ্গীত শিক্ষা শুরু ।

১৯৪০ সুরকার হিসাবে প্রথম আত্ম প্রকাশ । সুপ্রীতি ঘোষের কন্ঠে
        তাঁর সুরারোপিত প্রথম গানের রেকর্ড ।

১৯৪২ কৃষ্ণ চব্দ্র দের সহকারী সঙ্গীত পরিচালক রূপে হিন্দি চিত্র জগতে প্রবেশ ।

১৯৪৩ সুরাইয়ার সঙ্গে দ্বৈত কন্ঠে প্রথম প্লে ব্যাক তমান্না’ ছায়াছবিতে ।

১৯৫৩ (১৮ ডিসেম্বর শ্রীমতী সুলোচনা কুমারনএর সঙ্গে বিবাহ

১৯৫৬ (১৯ অক্টবরজ্যেষ্ঠ কন্যা সুরমার জন্ম

১৯৫৮ (২০ জুনকনিষ্ঠ কন্যা সুস্মিতার জন্ম

১৯৭১ পদ্মশ্রী সম্মানে ভূষিত

১৯৮৫ মধ্য প্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কারএ সম্মানিত

১৯৮৮ রেনেসাঁ সাংস্কৃতিক পরিষদ’ ঢাকা প্রদত্ত মাইকেল সাহিত্য পুরস্কারএ সম্মানিত ।

২০০৩  পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত আলাউদ্দীন খান’ পুরস্কার 

২০০৪  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত সান্মানিক ডিলিট উপাধি

২০০৫ পদ্মভূষণ সম্মান

২০০৭         দাদাসাহেব ফালকে সম্মান

২০০৮  সান্মানিক ডিলিট উপাধি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রদত্ত

২০১১  পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্গ বিভূষণ সম্মান

২০১১ ফিলম ফেয়ার প্রদত্ত সারা জীবনের স্বীকৃতি’ সম্মান ।

২০১২ (১৮ই জানুয়ারিস্ত্রী সুলোচনার মৃত্যু

আমি যে গান গেয়েছিলেম ...

বাংলা  -  ১২৬২টি গান ছায়া ছবিতে ৬১১গ্রামফোন রেকর্ড ৩৫৬টি
                রবীন্দ্র সঙ্গীত ৪৬দ্বিজেন্দ্র গীতি ৮৪,শ্যামা সঙ্গীত ২৩
                আকাশবাণীর স্টুদিও রেকর্ড ২৩অপ্রকাশিত ছায়াহবির গান ১০৩টিভি 

সিরিয়াল ৩অন্যান্য গান ৩৩

অন্যন্য ভারতীয় ভাষায় ছায়াছবির গান 

ভোজপুরি  ৩৫মগধি  ২মৈথিলী  ১

পাঞ্জাবী  ছায়াছবি ১৩অন্যান্য 

অসমিয়া  ছায়াছবি ২অন্যান্য 

ওড়িয়া  ৭কোঙ্কনি সিন্ধি ১

গুজরাটি  ৮৫মারাঠী ছায়াছবি  ৫৫,অন্যান্য  ১৫

কানাড়া  ৫

নেপালি  ১

এবং হরিবংশ রাই বচ্চনএর কাব্যগীতি সংকলন মধুশালা





        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন