বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

চক্ষু চড়কগাছে ! দেবাশিষ লাহা ।


চক্ষু চড়কগাছে ! 

হঠাৎ সেদিন একটা মেয়ে
বোধ বুদ্ধির মাথা খেয়ে
অলীক মেঘের ছদ্মবেশে
হাওয়ার মত ছুটে এসে
উঠোন জুড়ে তুললো ঝড়
বললো আমার বউ হবে
আমি হবো ওর বর !

"এখন থেকে তুমি আমার
আমার ভিটে, খেত খামার
বাকি সবাই ফালতু চামার
ওদের ব্লক করো !
এখন থেকে আমার জন্য
বাঁচো কিম্বা মরো ! "

চক্ষু আমার চড়কগাছ !
আমি মানুষ, নাকি মাছ !
কিলো দরে নিচ্ছো কিনে !
আমার অনুমতি বিনে !

মেয়ে নয় তুই কাকাতুয়া !
ঠোঁট দিয়ে খুঁড়িস কুয়া !
সব কিছুই তোর তো ভুয়া !
শোন লক্ষ্মী ছাড়ি !
আমি কি তোর বিড়াল ছানা?
নতুন পিচকারি !

বলি এসব হচ্ছে টা কি ?
পাগলি তোর ইচ্ছেটা কি?
নিজের দিকে দেখ !
বুকের ভেতর চুপিচুপি
কাঁদছে হৃদয় এক !

ছবি দেখে ভালবাসা !
একি প্রেম সর্বনাশা!
আমায় কি তুই চিনিস ?
আমিও কি জানি বল
তুই বা কি জিনিষ ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন