বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

দোলনচাঁপা ধর / উপলব্ধি /


দোলনচাঁপা ধর 
উপলব্ধি
======
ট্রেনটা সাত ঘণ্টা দেরিতে চলছিল,তবে
এবার দায়ী স্বয়ং প্রকৃতি, পিলিন
ভেতরে হাঁসফাঁস কাণ্ড ,জল নেই,শৌচাগার
নরককুণ্ড,তবু সেই আড়ালটুকুই যা সম্বল।
হাসিখুশি সহযাত্রীরা সব বদলে গেছে,
পরিস্থিতি বড় দায়, ঝগড়া,কথা কাটাকাটি।
যাত্রার শুরুতে যে ছেলেটি মুগ্ধ হয়েছিল
তার সমবয়সী সহযাত্রিণীর নিভৃত চাহনিতে
সে এখন খুঁজে চলেছে এক বোতল জল।
বয়স্ক যাত্রীদের আক্ষেপ,"এমন জানলে কি..."
পাশের বগি থেকে ভেসে আসে"হিচিক পিচিক"
সত্য সেলুকাস,আর তখনি দেখলাম তাকে
জানালার বাইরে আমারই জন্য যেন দাঁড়িয়ে।
আগেও তো কতবার দেখেছি,এভাবে নয়,
কত তুচ্ছ করেছি,অথবা সেটুকুও করিনি
আজ এই দুর্বিপাকে সে যেন আমার কত চেনা,
সবুজ গালিচায় মুক্তো হয়ে ফুটে আছে সে ,
আমার চেতনায় যে এই মুহূর্তে হল অপরূপ।
কতদিনের পুরনো এক প্রশ্নের জবাব পেলাম,
কেন পান্না সবুজ হয় আমার চেতনায়,আর
আজ মুক্তো হল ওই সাদা তেলাকুচো ফুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন