বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

কবিতা সুজন ভট্টাচার্য




কবিতা

উড়ছিল চুল বৃন্তে তোমার
কুয়াশা- ভাসানো যামিনী
রাস্তার মোড়ে টুকিটাকি ভিড়ে 
তবুও সেদিন থামি নি ।

কালবোশেখীর হাতছানি ছিল
বুকের রক্তে নিকোনো
হাল ফ্যাশানের বুলবুলি যত
মদির স্বপ্নে বিকোনো ।

হাত ছেড়ে দিলে রাস্তা অসীম
মিছিল স্লোগানে স্লোগান
দরজায় ভাঙে রোদ্দুর কারা
জীবনে বাড়তি যোগান ।

চিনল নিশান হাতের ঠিকানা
ফুটপাথে হাঁটা কাব্য
টালমাটালের ময়দান চিনে
জীবন - দরিয়া নাব্য ।

তারপরে শেষ পথের কবিতা
পায়ের শিকড়ে ক্লান্তি
উঠোন- সাঁতার ভাতঘুমে ডাকে
চিরকেলে চেনা শান্তি ।

এইখানে শেষ, টেনে দিলে দাঁড়ি
কবিতার ধোঁয়া ধুনুচি
তবু যেন কারা গান গায় মাঠে
কানেকানে তাও শুনছি ।

ঘুম পেয়ে গেলে নাহয় ঘুমোবো
থাক জেগে শুধু কবিতা
জানলার কাচে শব্দ -আখরে
নিমেষ প্রাণের সবিতা ।

......... সুজন ভট্টাচার্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন