‘গঙ্গা’
ফেসবুকেতে বাবার শ্রাদ্ধ ***
বন্ধু ছিলেন ফেসবুকেতে ‘ভুবন মোহন জানা’
তোমাদের ও অনেকের-ই হয়তো তিনি চেনা।
বন্ধু তাহার হাজার চারেক ‘বন্ধু-তালিকাতে’,
তাদের নিয়েই মত্ত তিনি সারাটি দিন রাতে।
ফেসবুকেতে কে আর বলো কাহার খবর রাখে?
হঠাৎ আমার লক্ষ্য হ’লো,পাচ্ছি না তো তাকে।
দুই-চার দিন খোঁজের পরেই,ছেড়ে দিলাম খোঁজ,
সময় কোথায়?একজনকেই খুঁজবো আমি রোজ?
এক সকালে দেখতে পেলেম,সবার দেওয়ালে-তে,
কালো রঙ্গে লেখা চিঠি,‘গঙ্গা’লেখা তা তে।
ভাল করে পড়ে দেখি,মোদ্দা কথা সার-
“ফেসবুকেতে শ্রাদ্ধ বাবার আগামী সোমবার।”
‘ফেসবুকেতে শ্রাদ্ধ যে হয়’ শুনিনি তো আগে,
জানতে হবে ব্যাপার টা কি,ইচ্ছা মনে জাগে।
অনেক খুঁজে ঠিক ঠিকানা পেয়ে গেলাম যেই,
এক সকালে হাজির হলাম বন্ধুর বাড়িতেই।
সেথায় দেখি,ন্যাড়া মাথায় বসে আছে ছেলে,
‘মাথায় কালো চুলের আভাস’,সন্দেহে মন দোলে।
প্রশ্ন করি,“শ্রাদ্ধ হবে আগামী সোম বারে,
এত আগেই বসে আছো মাথা ন্যাড়া করে ?”
ছেলে বলে,"শুনুন কাকু,শ্রাদ্ধ হয়ে গেছে,
একটু খানি কাজ এখন ও বাকি যে রয়েছে।
শ্রাদ্ধ-শান্তি হওয়ার পরে শাস্ত্র অনুসারে,
স্বপ্নে দেখা দিয়ে বাবা,আদেশ দিলেন মোরে।
“বাস্তবেতে বন্ধু যারা,তারা খেলেন ভোজ,
ফেসবুকের ওই বন্ধুগুলো পেলো না তো খোঁজ।
পাশ-ওয়ার্ড টা জানিয়ে দিলাম,প্রোফাইল টা খুলে,
লিখে নিয়ো নাম সকলের,যেয়ো না কো ভুলে।
পত্র দিয়ে সব দেওয়ালে,জানিয়ে দেবে সবে,
ফেসবুকেতে নতুন করে শ্রাদ্ধ আমার হবে।
যাদের সাথে এত বছর কাটিয়েছি দিন,
মরার পরেই ভুলে যাব,এতই আমি হীন ?
সোমবারেতে সব দেওয়ালে অতি সকাল বেলা,
পোষ্ট করবে আমার ছবি গলায় দিয়ে মালা।
দই,সন্দেশ,রসগোল্লার প্রচুর পরিমানে,
ফটো দিয়ো সব দেওয়ালে,যেখানে সেখানে।
ফ্রায়েড রাইস,মাছ,মাংসের ফটো ও একসাথে,
দিয়ে তুমি লিখে দেবে তাদেরই তলাতে-
ফেসবুকেতে খাবার জিনিস ছবি দেখেই খায়,
খাদ্য খেয়ে মুক্ত করুন আমার পিতৃদায়।”
ফিরে এলাম নিজের বাড়ি,নিয়ে নতুন জ্ঞান,
মারা গেলেও বন্ধু সবার রেখেছে সন্মান।
কথা মত সোমবারেতে সবার দেওয়ালেতে,
পোষ্ট হয়েছে রাশি রাশি খাবার দুপুরেতে।
ভাবছো এ তো মজার খবর ?চিন্তা করে দেখো,
বন্ধু-বিয়োগ হলে মোরা জানতে পারি না কো।
গল্প শুধু গল্প তো নয়,শিক্ষা দেবার ছল,
আশা করি,ভবিষ্যতে ফলবে কিছু ফল ।
****************************
সমর কুমার সরকার /শিলিগুড়ি
****************************