বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

ফাগুন দিন সোমা চক্রবর্তী


ফাগুন দিন

সোমা চক্রবর্তী

কি জানি কি হল আজি কানু হল উদাসীন,


বসন্ত বৃথা গেল, বিফল ফাগুন দিন ।


মুঠোফোন কম্পনে ময়ূরের নৃত্য


মনচোর কাছে আয় বে-আকুল চিত্ত 


আমাদের শহরেতে ধুলোমাখা রাস্তায়


ঝ্যাংচিক জীবনেতে প্রেম ভারি সস্তায় ।


পাঁচ টাকা ফোন কার্ড লাভ ইউ বলতে


প্রেম কই ? সার হ’ল পাকানোই সলতে

 ।
ক্লিক করে আঙ্গুলেতে পেয়ে যাবে বিশ্ব


কোথাকার মেঘদূত কে যে কোন যক্ষ !


প্যানপেনে রাধিকার প্রেম ফ্রেম ছাড়ো’তো


কাল ছিল ডাল খালি আজ ফুলে ভরো’তো ।

এরই মাঝে কি অবাক, বসন্ত শহরে ?


পিউ কাঁহা ডেকে যায় পলাশের আড়ালে ?


উদাস না থাকো কানু,হাত রাখো হাতে’তে


ফিরে এসো ভুলে যাওয়া পুরনো সে রাধাতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন