বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

সরাবখানা :: সাকীর রুবাই ::


:: সাকীর রুবাই ::

সরাবখানার দ্বারের পাথরে করেছি আমার সজিদাস্থান । 


যাদুভরা এক সূনয়নীকে করে আমার দ্বীন ও ঈমান । 


পিয়াসী সূরায় মত্ত ধরায় লুঠায়ে পড়ে জলসাতে, 


সরাবী যত হারায়ে দিশে, হিয়াতে পশে নয়ন বাণ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন