মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

পূর্ণিমা এসেছিল / দীপক মান্না

পূর্ণিমা এসেছিল / দীপক মান্না

ঘরের ছাদে পূর্ণিমা ছিল কাল সারারাত,

ভাঙা ছিটেবেড়ার ফাঁক দিয়ে দেখেছিলাম


তার রুপালী রূপ

,
সে আমায় চেয়েছিল একটা খোলা আকাশ


আর একমুঠো বাতাস


চোখ থেকে চোখ সরিয়ে


চেয়েছিল মাটির গন্ধ আর শরীরে


শিশিরের শীতলতা

,
একবিন্দু রক্তে সে বুঝেছিল


পাণ্ডবদের অভিলাষ, রক্তের কালচার।


তাকে বলেছিলাম

-
তুমি ছায়া হয়ে যাও আঁধারের আড়ালে


পৌঁছে যাও মাটির সর্বশেষ স্তরে

,
রুপালী সুর্মা লাগাও উৎসুক বীজের চোখে


আকাশ জুড়ে ছড়াও প্রেমালেখ্য


রাত্রিকে মেশাও দিনের থৈ থৈ আলোয়


নীড় বাঁধার স্বপ্ন দেখনা এই দহন বিশ্বে


সে মাথা নেড়ে


গ্লেসিয়ার হয়ে ভেসে গিয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন