লোটা কম্বলের মায়াজাল ...
কোন শীর্ষ সঙ্গীত নয়, বেদান্ত মন্ত্র? উঁহু
মূক সন্ন্যাসীর গেরুয়াকাপড়ে উদাসীনতার বিজ্ঞাপন
নিরাকার অস্তিত্ত্বের পায়ে পায়ে
ষড়রিপু বর্জিত অন্য আকাঙ্খা।
আকাঙ্খা? দু'হাতে জড়ো টলটল জল
যোজন যোজন দূরে ঠেলছে স্থাবর বল।
না হে, তৃতীয় চাহিদায় ঘন কুয়াশা অনস্তিত্ত্বের খোঁজ।
পাল্লায় দৌড়বাজ মন্দির-মসজিদ
একবারও মুছেছে ধর্ষিতার কান্না ? কিংবা
নিয়ম করে নোয়ানো মাথার বেকার যুবক
কবে ভরেছে সংসার দানা ইথার আশ্বাসে!
বাণভাসি ক্ষেতে বুকজল পেরোনো জননী
সন্তান মাথায় ঈশ্বর হয়ে যায়।
পাল্টে দেবার স্বপ্নে কখনও প্যাঁচা বসে না।
হাপড় বুকে অপত্য নির্দেশ পাঠায় 'মানুষ হ '
চাইলেই হলো?
বেণীমাধব বিকিয়ে গেছে সস্তা রথের মেলায়।
তবে কি হাওয়া বরণ মন্ত্র-ম্যাজিক আশায়!
নাহ্, কানের গোড়ায় 'শাহবাগ' জেন্নাতকে হারায়!
অনুপম দাসশর্মা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন