নীল চাঁদ ( BLUE MOON) on 31st August 2012 ,7.25 PM.
সব দিন চাঁদ ওঠে আজ ও আকাশে ছিল
আজ সেই চাঁদ নয় আজ নীল চাঁদ ছিল।
নীল তার রং সে যে নীলিমায় নীল
সব দিন চাঁদ ওঠে আজ ও আকাশে ছিল
আজ সেই চাঁদ নয় আজ নীল চাঁদ ছিল।
নীল তার রং সে যে নীলিমায় নীল
নীল জ্যোৎস্নাতে সে এক অপরুপ মিল।
আকাশের চাঁদটা ঠিক যেন নিলাম্বরা
ভুবন মোহিনি সে কি স্বর্গের অপ্সরা?
এক গাল হেঁসে চাঁদ বলে তোরা কারা
আগে কি দেখিস নি মুখ কেন হাঁ করা।
আমার রুপ টা ছলনার রুপে ভরা
কাছে এসে দেখ আমি যে গর্তে ভরা।
দুরের পাহাড যেমন দেখায় রে সুন্দর
আমিও দেখতে তাই দূর থেকে সুন্দর।
কতো আ্যসট্রোনাউট বুকে দিল যে পাডী
খুঁজলো আমার বুকে ফেলে রিমোর্ট গাডী।
আমি আছি আমি থাকবো তোরা বদলে যাবি
আমি আসি নীল বেসে ‘নীল চাঁদ’ দেখে যাবি
ত্রিভুবনজিৎ মুখার্জ্জী /৩১.০৮.২০১২ রাত ১০ টা
আকাশের চাঁদটা ঠিক যেন নিলাম্বরা
ভুবন মোহিনি সে কি স্বর্গের অপ্সরা?
এক গাল হেঁসে চাঁদ বলে তোরা কারা
আগে কি দেখিস নি মুখ কেন হাঁ করা।
আমার রুপ টা ছলনার রুপে ভরা
কাছে এসে দেখ আমি যে গর্তে ভরা।
দুরের পাহাড যেমন দেখায় রে সুন্দর
আমিও দেখতে তাই দূর থেকে সুন্দর।
কতো আ্যসট্রোনাউট বুকে দিল যে পাডী
খুঁজলো আমার বুকে ফেলে রিমোর্ট গাডী।
আমি আছি আমি থাকবো তোরা বদলে যাবি
আমি আসি নীল বেসে ‘নীল চাঁদ’ দেখে যাবি
ত্রিভুবনজিৎ মুখার্জ্জী /৩১.০৮.২০১২ রাত ১০ টা