সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

আশ্চর্য সহজ যান.... অমিতাভ দাশ .


আশ্চর্য সহজ যান....


অমিতাভ দাশ .

অন্যমনা ঝরা-বর্ষা আকাশে আকাশে ছন্নছাড়া মেঘ অনাবিল
মুগ্ধ শরীর-মুগ্ধ বন্য হরিণী !! বালিয়াড়ি ঝলমল তখনোভার ভার
মন্থর আবেশে আবেশেকৃষ্ণচূড়া ভাঁজে ভাঁজে বৃষ্টিবিন্দু নীল !!ছমছমে মাঠ ভরে ওঠে ভরে ওঠে ... ছন্দময় অপার বিস্তার!চোখের তারায় আর্তি - ধানক্ষেত কাশবন সরিয়ে সরিয়ে মুগ্ধতায়
ঘরে ফেরা কার... ফেরা নিজস্ব শব্দে নিঃশব্দে ... নগ্ন মহোৎসবে।
অজস্র ঢেউয়ে সফেন সফেন গাংচিল ওড়েশিহরণ ছড়িয়ে ছড়িয়ে
উদ্দাম চিল-ডাকে ওড়ে স্বাধীন স্বাধীন আর দেখে কিরকম নিরিবিলি
পাতাঝরা অরণ্যে অরণ্যে... বৃষ্টি-জাগা সাড়া ... পাতাখসানোরদেয়
শরীর শরীরেরা কোমল থেকে কোমলতম...কোমলতায়সারি দেওয়া
সারি দেওয়া পাহাড়দিগন্তরেখায় মেলা জলএকফালি আনন্দ আয়না.. দেখে অমোঘ উত্থান  অভ্যুদয় রাতজাগা শিশির মেশান বর্ষণে বর্ষণে
আর অনায়াসে কি অনায়াসেই যে স্বর্গ নাবে... স্বর্গ নাবে মাটির উঠানে --ঝুরি নামা শিকড়ে শিকড়ে আশ্চর্য মেদুর -- আশ্চর্য মেদুর সহজ যানে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন