রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

কবিতা সঞ্জয় চ্যাটার্জ্জী



কবিতা
সঞ্জয় চ্যাটার্জ্জী

তুমি প্রেম, আমি প্রেমিক,
তুমি অঙ্গ, আমি আঙ্গিক,
তুমি যন্ত্র, আমি যান্ত্রিক,
তুমি তত্ত্ব, আমি তাত্ত্বিক,
সকলি আমার তোমাতে নিহিত,
রোমে রোমে তুমি রয়েছো গ্রথিত।

তুমি সৃষ্টি, আমি স্রষ্টা,
তুমি নিষ্ঠ, আমি নিষ্ঠা,
তুমি জল, আমি তৃষ্ণা,
তুমি কাম, আমি কামনা,
তোমাতেই সব করেছি অর্পণ,
আমি কবি, তুমি সে দর্পণ।

ওগো কবিতা আমার, আমি তোমার কবি,
তোমার রূপ বর্ণনায়, আমি আঁকি নূতন ছবি।
তুমি অঙ্গনা, তুমি ভুজঙ্গ, তুমি আমার সকল প্রত্যঙ্গ,
তোমারি কায়ার রূপ দানে আমি হয়েছি মগ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন