শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

বৃষ্টি / সুপ্রিয় বন্দপাধ্যায়


বৃষ্টি তুই মনখারাপের খবর কেন আনিস ?
বৃষ্টি তুই সর্বনাশের খেলাই শুধু জানিস !
বৃষ্টি তুই আগুন জ্বালাস বুকে আচম্বিতে
বৃষ্টি তোর আনাগোনা অজ্ঞাতে সম্বিতে।
বৃষ্টি তোকে মাখবো বলে দেদার ভিজেছিলাম
বৃষ্টি তোকে ভালোবেসে নামটা ‘বৃষ্টি’ দিলাম।
বৃষ্টি তোকে আজও চোখে ঝাপসা  দেখি আমি
বৃষ্টি নামে ঘর ছাডা মুখ পথেই বলে থামি ।  
বৃষ্টি তুই ক্যানভাসে যে মিছেই ছোটাস ধারা
বৃষ্টি তুই মাতাল কোরিস মনে জাগাস সাডা
বৃষ্টি তোকে আটকে রাখে বাঁধ দিয়ে যারা
বৃষ্টি তুই বদলে দিস তাদের জীবন ধারা
বৃষ্টি তুই চাষ আবাদে চষির মুখের হাঁসি
বৃষ্টি তুই পারিস দিতে সকলের মুখে হাঁসি

সুপ্রিয় বন্দপাধ্যায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন