সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

মেঘ দুপুরে ফারহানা খানম


মেঘ দুপুরে 


 ফারহানা খানম
এক জীবনের কত স্বপ্ন
অধরাই থেকে যায়শুধু অবগাহন
ইচ্ছের দুরন্ত নদীতে।
কতটা পথ পথের সঙ্গী হওয়া যায় !যদি সাথে যেতে চাই একটা জীবন ?
সোনালী রোদ্দুরে শঙ্খ চিলের ডানায় আঁকা
স্বপ্নেরা অলীক ,ইচ্ছেরা
অপূর্ণ অশেষ ...
তবুও আকাঙ্ক্ষার বন্যা নিভৃত মনে
সুবর্ণ স্বপ্ন চাই,ইচ্ছেরা আসুক সত্যি হয়ে
অপার আনন্দ ভাসুক এই মনোভূমি...

কোন ছায়া ছায়া মেঘ দুপুরে
যখন মন খারাপের
বৃষ্টি নামে
তখন
জলের ওড়নায় বিজলি-চকিতে
কিছু স্বপ্ন এনো তুমি
আর
দুচোখে কান্নার
অজস্রতায় কিছু আনন্দ দিও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন